কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত
\ কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা \
কুষ্টিয়ার কুমারখালী মোটর সাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত ২৫ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৬ টার দিকে কুমারখালীর শহীদ গোলাম কিবরিয়া সেতুর উপরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পথচারীরা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত বাইসাইকেল আরোহী কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা গ্রামের মোঃ শাহিন এর ছেলে শুভ (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে নিহত শুভ কুমারখালী কাপুরিয়া হাটে কাজ করতেন। গত সোমবার ছুটি থাকায় নিহত শুভ কুমারখালী শহীদ গোলাম কিবরিয়া সেতুর উপরে ঘুরতে আসে। দ্রæতগামী ঘাতক মোটরসাইকেল তাকে সামনে থেকে ধাক্কা দিলে নিহত শুভ ব্রিজের উপর লুটিয়ে পড়ে। ঘটনার পরপরই ঘাতক মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।