কুমিল্লায় স্বর্ণ প্রতারকচক্রের ৬ নারী সদস্য গ্রেপ্তার

Share Now..


কুমিল্লায় স্বর্ণ প্রতারকচক্রের ৬ নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের মোহনপুর গ্রামের একটি সেমিপাকা ঘরে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।চক্রের গ্রেপ্তারকৃত নারী সদস্যরা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আব্দুল মালেকের স্ত্রী কোহিনুর বেগম (৩০), মো. আলমগীরের স্ত্রী রিনা বেগম (৩২), কামাল উদ্দিনের স্ত্রী রুনা বেগম (২৫), মোশারফ হোসেনের স্ত্রী রোজিনা বেগম (৩০), পারভেজ হোসেনের স্ত্রী জুয়েনা বেগম ওরফে জুনি (২৫) ও খলিল মিয়ার স্ত্রী আকলিমা বেগম (২৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা নিজ এলাকা থেকে কুমিল্লায় এসে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের মোহনপুর গ্রামের একটি সেমিপাকা ভাড়া ঘরে বসবাস করে আসছিল। তারা বিভিন্ন স্থানে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে বিভিন্ন জিনিসপত্র ফেরি করার আড়ালে মেলাসহ জনবহুল এলাকায় শাঁখা-সিঁদুর পরিধান করে হিন্দু ধর্মাবলম্বী সেজে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং বিভিন্ন যানবাহনে যাত্রীবেশে মহিলা যাত্রীদের কাছ থেকে সু-কৌশলে স্বর্ণালঙ্কার চুরি করে এবং অন্যত্র বিক্রি করে।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার বাদী মোহা. বিল্লাল হোসেন জানান, এ প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে কুমিল্লা শহরসহ জেলার বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে ওই ৬ জন নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিকট থেকে ৬টি স্বর্ণের চেইন, একটি আংটি, ৯টি স্বর্ণের শাঁখা (বালা) উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার মাধ্যমে এসব স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে।

One thought on “কুমিল্লায় স্বর্ণ প্রতারকচক্রের ৬ নারী সদস্য গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *