কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
Share Now..
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি শুশক প্রজাতির মৃত মা ডলফিন। এটির দৈর্ঘ্য ৯ ফুট ও প্রস্থ ২ ফুট। শুক্রবার (৫ মে) সকালে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীরা। পরে তারা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির লেজে এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে এটি মারা যেতে পারে। তবে ঠিক কিভাবে এটি মারা গেছে সেটি নিশ্চিত করতে পারেনি তারা।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ডলফিনটির মৃত্যুর রহস্য উদঘাটনে এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেওয়া হয়েছে।
The quest for greatness begins here—play today! Lucky Cola
New challenges, new rewards—play now and explore! Lucky Cola