কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় কৃষক নি*হত
Share Now..
কুষ্টিয়ায় ট্রেনের ধাক্কায় ৭৫ বছর বয়সী এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মে) সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার জগতি রেল স্টেশনের অদুরে কলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোবহান মন্ডল সদর উপজেলার মাদ্রাসাপাড়ার মৃত গফুর মন্ডলের ছেলে এবং পেশায় কৃষক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কৃষক সোবহান মন্ডল নিজের ধানি জমি দেখতে মাঠে যাচ্ছিলেন। এসময় রেললাাইন অতিক্রমকালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পোড়াদহ রেলওয়ে থানার ওসি এমদাদুল হক।
Achieve greatness in our action-packed online games! Lucky Cola
Adventure awaits—are you brave enough to face it? Lucky Cola
Unlock new heroes and lead your team to victory! Lucky Cola
Master your skills and rise to the top of the rankings! Lucky Cola