কৃতি-পুলকিত-এর বিয়ের তারিখ ঘোষণা

Share Now..

বলিউডে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী কৃতি খরবান্দা ও পুলকিত সম্রাট। বেশ কিছু দিন ধরে তাদের বিয়ে নিয়ে নানান কথা শোনা যাচ্ছিল। এবার এই হবু দম্পতির বিয়ের তারিখ জানা গেলো।

এনডিটিভির বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পুলকিত আর কৃতির বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। এই কার্ডে দেখা গেছে সমুদ্রের দিকে তাকিয়ে তারা সংগীত উপভোগ করছেন। যদিও বিয়ের কার্ডে আসল ছবি নেই, এটা এক ‘পেইন্টিং’।

কার্ডটিতে লেখা আছে, ‘আপনাদের সবার সঙ্গে উৎসবে ভাসার জন্য আর অপেক্ষা করতে পারছি না। অনেক ভালোবাসাসহ পুলকিত এবং কৃতি।’

এছাড়া প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ১৩ মার্চ তারা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। বর্তমানে এই হবু দম্পতি তাদের বিয়ের তোড়জোড় করতে এখন ব্যস্ত। সপ্তাহখানেক পর তারা সারা জীবনের জন্য এক হতে চলেছেন।

গত ৩০ জানুয়ারি এই জুটির বেশ কিছু ছবি সোশ্যালে ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে পুলকিত আর কৃতির আঙুলে আংটি। আর তখন তাদের ‘রোকা’ অনুষ্ঠানের খবর উঠে এসেছিল। এই অনুষ্ঠানে পুলকিত আর কৃতির নিকট আত্মীয়–পরিজনরা উপস্থিত ছিলেন।

এটি কৃতি খরবান্দার প্রথম বিয়ে হলেও পুলকিত সম্রাটের দ্বিতীয় বিয়ে। ২০১৪ সালে তিনি শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন। এক বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন পুলকিত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *