কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে-যশোরে পিবিআই প্রধান

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেছেন, পিবিআইকে দ্রæত ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং সকলের পক্ষে তদন্ত করতে হবে। বাদী ও বিবাদী দু’পক্ষরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কোনো লোক যদি পিবিআই’র কাছে আসে, তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং ন্যায় বিচার হতে বঞ্চিতও না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শুক্রবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় যশোর পিবিআই কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি পিবিআই কর্মকর্তাদের উদ্দেশ্যে মামলা তদন্তে সততা, নিষ্ঠা ও মামলার সঠিক রহস্য উদ্ঘাটনপূর্বক গুনগত মান ধরে রাখা এবং নির্ভুল তদন্ত রিপোর্ট প্রদান করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এছাড়া, তিনি ক্লুলেস মামলা রহস্য উদ্ঘাটনে বিশেষ গুরত্বারোপ করেন এবং তদন্তে মামলার দ্র্রæত নিস্পত্তির সার্থে দীর্ঘসূত্রিতা পরিহার করার নির্দেশ প্রদান করেন। এরআগে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন। সভায় উপস্থিত ছিলেন, খুলনা পিবিআই পুলিশ সুপার নাইমুল হাসান ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির (ডিএসবি)সহ পিবিআই যশোরের সকল কর্মকর্তাবৃন্দ। এর আগে সকালে তিনি যশোর পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে সালাম গ্রহণ শেষে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান (ক সার্কেল)

One thought on “কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে-যশোরে পিবিআই প্রধান

  • May 25, 2024 at 11:58 am
    Permalink

    Hi! Someone in my Myspace group shared this site with us so I came to give it a look.

    I’m definitely enjoying the information. I’m book-marking
    and will be tweeting this to my followers!
    Superb blog and outstanding design and style.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *