কেএনএফের ২ সক্রিয় সদস্য আটক: আইএসপিআর

Share Now..

বান্দরবানে অস্ত্র-গুলিসহ সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) জেলার রুমা উপজেলার বেথেলপাড়ায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাদেরকে আটক করে। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেথেলপাড়ায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালিয়ে কেএনএফের সক্রিয় দুজন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৭টি দেশীয় বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়।

এর আগে রোববার চেওসিম বম নামের কেএনএফের এক নেতাকে বিশেষ যৌথ অভিযানে গ্রেপ্তার করে র‍্যাব। পরে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলা সদরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক ও কুষি ব্যাংকে ডাকাতি করে। এর আগের দিন ২ এপ্রিল রাতে রুমা সোনালী ব্যাংকে একই সন্ত্রাসী গ্রুপ আক্রমণ করে। রুমার ঘটনায় ব্যাংকটির ম্যানেজারকে অপহরণ ও সরকারি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *