কেশবপুরে মুদি দোকানির মরদেহ উদ্ধার
\ যশোর জেলা প্রতিনিধি \
যশোর কেশবপুর উপজেলার বায়সা কালীবাড়ি এলাকার গোল্ড ইটভাটার উত্তর পাশের মাঠে পড়েছিল একটি মরদেহ। লাশটি মুদি দোকানি বায়সা গ্রামের বাবলু ঘোষের বলে সনাক্ত হয়েছে। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন। তার পিতার নাম অতুল ঘোষ। মরদেহের পাশ একটি বিষের বোতল উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ উদঘাটনে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার (২৩ অক্টোবার) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী জানান, কেশবপুর শহরের পুরাতন মুরগিহাটা এলাকার মুদি ব্যবসায়ী বাবলু ঘোষ দায়-দেনায় জর্জরিত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বুধবার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে বাড়ি থেকে আনুমানিক ৫০০ গজ দূরে ওই মাঠের মধ্যে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে এটি ধারণা করছেন অনেকে। কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস বলেন, মরদেহের পাশে বিষের একটি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবলু ঘোষ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। এসআই আরও বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি কয়েক কোটি টাকা ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। থানায় মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
In the game world, anything is possible Lucky Cola