কেশবপুরে ৭ দিনের কঠোর নিষেধাজ্ঞা জারি

Share Now..

যশোরের কেশবপুরে করোনা মহামারির প্রাদূর্ভাব বেড়ে যাওয়ায় ৭ দিনের কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার থেকে আগামী ২৭ জুন পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। রবিবার বিকেলে উপজেলা করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিধিনিষেধের বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে সোমবার সকালে শহরে মাইকিং করে বলা হয়, পৌর এলাকার সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বিকাল ৫টা থেকে সকাল দশটা পর্যন্ত বন্ধ থাকবে। কাঁচাবাজার সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। জনসাধারণকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে, হাটবাজারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করতে হবে, বিনা প্রয়োজনে মানুষকে ঘরের বাইরে বের হওয়া যাবে না, যেকোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ থাকবে। এসব বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করবেন। তবে জরুরী সেবা প্রতিষ্ঠানসমূহ এসব বিধিনিষেধের আওতায়মুক্ত থাকবে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, কেশবপুরে গত ৭ দিনে কন্দর্পপুর, বাগদহা, ত্রিমোহিনী ও পৌরসভার আলতাপোল এলাকায় ৪ জন মারা গেছেন। এ পর্যন্ত কেশবপুরে ৩১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৫২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। সর্বমোট মারা গেছেন ৮ জন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, কেশবপুরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সকলের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই মহামারি প্রতিরোধে এসব বিধিনিষেধ দেওয়া হয়েছে। প্রশাসন কঠোরভাবে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

One thought on “কেশবপুরে ৭ দিনের কঠোর নিষেধাজ্ঞা জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *