কোটচাঁদপুরে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
Share Now..
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে করোনা কালিন নানা দূর্ভোগে থাকা অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭শে সেপ্টেম্বর) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান নওশের আলি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য জনপ্রতি ১০০০ টাকা করে মোট ৫০ জন অসহায় দুস্থদের মানুষের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।