কোটচাঁদপুরে কমিউনিটি ক্লিনিক শুভ উদ্বোধন করলেন এমপি চঞ্চল
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২নং দোড়া ইউনিয়নের সুয়াদী কমিউনিটি ক্লিনিক ও ছয়খাদা-শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিক ২৩ শে ফেব্রুয়ারী বুধবার সকালে শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল। উদ্বোধন কালে তিনি বলেন,
বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রধান লক্ষ্যই হলো মাঠ পর্যায়ে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সরকার । এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ,উপজেলা আওয়ামিলীগে সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম খাঁন বাবলু, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, সাবদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, কুশনা ইউনিয়ন চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ, সাবেক চেয়ারম্যান কাবিল উদ্দিনসহ আওয়ামিলীগের সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মী বৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।