কোটচাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

“কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যে নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২।

শনিবার সকালে কোটচাঁদপুর মডেল থানার আয়োজনে দিবসটি পালন করা হয়। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভা মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন এর সভাপতিত্বে ও উপপরিদর্শক হাসানুর রহমানের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ”লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি। প্রধান আলোচক অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল আব্দুল করিম। বিশেষ অতিথি পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, আ”লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, তদন্ত ওসি জগন্নাথ চন্দ্র, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, কুশান ইউনিয়ন চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, অনুষ্ঠান পরিচালনা করেন উপপরিদর্শক মোঃ হাসান। অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি পুলিশিং কমিটির গুরুত্ব ও সমাজের অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের ভুমিকা তুলে ধরেন। তারা বলেন কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজতর হয়। সমাজ থেকে মাদক, জঙ্গী, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সে সময় উপস্থিত ছিলেন মডেল থানার পুলিশ,
সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

One thought on “কোটচাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *