কোটচাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কোটচাঁদপুর সংবাদদাতা
আইন মেনে সড়কে চলি”নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা সড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে। পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার তানভীর আহমেদ প্রতিক, পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী প্রমুখ। এ সময় বক্তারা সড়ক দিবস উপলক্ষে বিভিন্ন সময় সাময়িকী বিষয় তুলে ধরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সে সময় উপস্থিত ছিলেন বাস, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, চালক,হেলফার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সুধী সমাজ।
Ready for action? Dive into the hottest online game Lucky Cola