কোটচাঁদপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করছে র‌্যাব-৬।

রোববার (১৯ ডিসেম্বর) র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কোটচাঁদপুর থানার পৌর এলাকার বেনে পাড়ায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান পরিচালনা করে।এ সময় শ্রী রাজন বিশ্বাস (২৮), পিতা-শ্রী দিলিপ বিশ্বাস, সাং-পবোহাটি মোঃ আকরাম হোসেন(২৪), পিতা-মোঃ মনির হোসেন,সাং-হাটগোপালপুর,উভয় থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ ও মোঃ মুনছুর আলী(৫৫), পিতা-মৃত জমশেদ শেখ, এবং মোঃ রমজান আলী(২৬), পিতা-মোঃ মুনছুর আলী উভয় সাং-সুলতানপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদের গ্রেফতার করে।

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে থেকে গ্রেফতারকৃতদের নিকট হতে ৫১০ বোতল ফেন্সিডিল,১০ কেজি গাঁজা,০৮টি মোবাইল,১৪টি সিমকার্ড এবং নগদ ২৫৭০/-টাকাসহ উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃতদেরকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলে জানাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *