কোটচাঁদপুরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

Share Now..

কোটচাঁদপুর সংবাদদাতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভসূচনা করেন

তারই অংশ হিসেবে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী ও মুজিব পদক ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। প্রধান অতিথির বক্তব্যে তিনি
বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সৎ সাহস আর নীতি-আদর্শ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অন্য দেশের মেয়েরাও অনুসরণ করতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিলা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি, সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপমা রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন, উপজেলা আঃলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু,সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, সাফদারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বলুহর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে জন্মবার্ষিকী উপলক্ষে প্রশিক্ষিত দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থসহায়তা প্রদান এবং বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভিক সহযাত্রী শীর্ষক আলোচনা সভা ও দোয়া মহাফিল বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *