কোটচাঁদপুরে যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
কোটচাঁদপুর প্রতিনিধি
যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে হামলা, অমানবিক নির্যাতন, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকার পতনের দাবীতে কোটচাঁদপুরে উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুৃষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মেইন বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি’র কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে মেইন বাজার পায়রা চত্বরে, সাবেক ছাত্র নেতা পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খাঁন মুকুলের পরিচালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদ, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, যুগ্ম-সাধারন সম্পাদক হুমায়ুন কবির মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন, যুবদল নেতা অমেদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মুহিদুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, যুগ্ম আহ্বায়ক বেনজামিন,যুগ্ম আহ্বায়ক টুটুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, সেচ্ছাসেবক দল নেতা ডিপলু, জনি সহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠন নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Your ultimate gaming adventure starts now Lucky Cola
Play, strategize, and conquer Your victory awaits Lucky Cola