কোটচাঁদপুরে র্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ জন গ্রেফতার
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ২ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্প আটককৃতরা হলো, কোটচাঁদপুর পৌরসভার বড় বামনদাহ্ গ্রামের ইকবাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন(২৭) ও যশোরের চৌগাছা উপজেলার বড়খাঁ পুর গ্রামের ওমর আলী মন্ডলের ছেলে মিলন হোসেন(৩৫)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে,
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কোটচাঁদপুর শহরের আদর্শ পাড়ার কালীগঞ্জ-জীবননগর মহাসড়কে জনৈক গোলাম নবীর চায়ের দোকানের সামনে পৌছালে কিছু লোক পালানোর চেষ্টা করে। এসময় ২ জনকে আটক করতে সক্ষম হয় র্যাব।
র্যাব এই অভিযানে আসামিদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেন্সিডিল, দুটি মোবাইল, নগদ ৪ হাজার ৪৫০ টাকা এবং ৪টি সিমকার্ড উদ্ধার করে।
কোটচাঁদপুর থানায় মাদক আইনে মামলার মাধ্যমে আসামিদের সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।