কোটচাঁদপুরে লকডাউনের ভিতরে চোর পুলিশ খেলছেন সাধারণ ব্যবসায়ীরা
কোটচাঁদপুর প্রতিনিধি
বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় সরকার ঘোষিত সারাদেশে চলছে কঠোর লকডাউন। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের কোটচাঁদপুরে ইতিমধ্যে রেড জোন ঘোষনা করা হয়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়েছে মরনঘাতি করোনা ভাইরাস। গণহারে আক্রান্ত হওয়ার পাশাপাশি ক্ষনে ক্ষনে খবর আসছে মৃত্যুর সংবাদ। হতবাক হয়ে পড়েছে সাধারন জনগন। প্রতি নিয়ত ঘটছে মৃত্যু। উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় অব্যাহত থাকলেও প্রশাসনের সাথে চোর পুলিশ খেলছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা।
পৌর শহরে সরেজমিনে ঘুরে দেখা যায় শহরের সব রাস্তায় বাশ দিয়ে বেরিগেড দিয়ে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে সাধারন জনগন। তার পরেও অবাদ বিচরণ লক্ষ করা যাচ্ছে জন সাধারণের। এরই মাঝে দেখা যায় মেইন বাজারের রাস্তায় কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই মানুষজন ব্যাপক ভাবে চলাচল করছে। দোকানিরা সামনের দরজা বন্ধ করে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে তাদের ব্যবসা অব্যাহত রেখেছে।
প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নজরদারী থাকা সত্বেও চলছে এসব কর্মকান্ড। অবিলম্বে এসব দোকানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা না হলে পরিস্থিতি আরও ব্যাপক আকার ধারন করবে মহামারী করোনা ভাইরাস।