কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম রাকিব (৩৭) এক যুবক নিহত হয়েছে।
সোমবার (২৮মার্চ) দুপুরে পৌর বাস টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক কোম্পানির চাকরি করার সুবাদে কালীগঞ্জ কাঁঠাল তলা মাঠ নামক স্থানে ভাড়াটিয়া ছিলেন। গ্রামের বাড়ি ঠাঁকুরগাঁও বলে জানান তার মোটরসাইকেল আরোহী আফ্রিদি।
প্রত্যক্ষদর্শীরা জানান জীবননগর দিক থেকে একটি ট্রাক কালীগঞ্জের দিকে যাচ্ছিলো। পিছনে দিক থেকে আশা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। সে সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকা জনক হাওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার করেন। যশোর সদর হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়। দূর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে মডেল থানায় নিয়ে যাই এস আই হারুন।