কোটচাঁদপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কোটচাঁদপুর প্রতিনিধি
সমবায় শক্তি, সমবয় মুক্তি – বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস- ২০২১ উদ্যাযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামিলীগ সভাপতি শরিফুনেচ্ছা মিকি, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, পৌর আওয়ামিলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাওলাদার, মোছাঃ তহমিনা আক্তার, সহকারী পরিদর্শক, মোঃ হারুন-উর রশিদ, সহকারী পরিদর্শক উষা সমবায় সমিতির সভাপতি আব্দুল হান্নান, কৃষি সম্পসারন অফিসার মোঃ হুমায়ুন কবির, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার,আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিলা বেগম। এসময় বিভিন্ন সমবায় সমিতির সদস্য সহ প্রশাসনে কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।