কোহলির জায়গায় পান্টকে চান গাভাস্কার
টেস্ট অধিনায়ক হিসেবে এখন সাবেকের খাতায় নাম লিখিয়েছেন বিরাট কোহলি। তার বিকল্প হিসেবে দৌড়ে এগিয়ে আছেন দীর্ঘদিনের সতীর্থ রোহিত শর্মা। তবে রোহিতকে নয় বরং রিশাভ পান্টকেই কোহলির জায়গায় দেখতে চান কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
ভারতের পরবর্তী টেস্ট অধিনায়কের ব্যাপারে কথা বলতে গিয়ে গাভাস্কার বলেন, ‘কাকে নতুন অধিনায়ক করা হবে তা নিয়ে নির্বাচকদের মধ্যে বড় আলোচনা হতে চলেছে। এমন একজনকে বাছা উচিত যে তিন ফরম্যাটেই খেলার যোগ্য। তাহলে নির্বাচন করা অনেক সহজ হবে। যদি আমাকে বলা হয় তা হলে আমি এখনও পান্টের নামই নেব।’
কারণ হিসেবে গাভাস্কার বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের পদ থেকে রিকি পন্টিং সরে দাঁড়ানোর পরে যখন রোহিতকে দায়িত্ব দেওয়া হলো তার পর থেকে ওর খেলাও বদলে গেল। হঠাৎ করে ৩০-৪০ রান করার বদলে ৫০, ১০০ রান করতে শুরু করল রোহিত। আমার মনে হয় পান্টকে দায়িত্ব দিলে ও কেপটাউনের মতো আরও অনেক শতরান করবে।