কোকেনের বিনোদনমূলক ব্যবহারে বৈধতা দেবে সুইজারল্যান্ড

Share Now..

বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনোদনমূলক ব্যবহারের জন্য কোকেনকে বৈধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড। দেশটির পার্লামেন্ট মাদকের ব্যাপক ব্যবহার নিয়ন্ত্রণে আনার প্রয়াসে এই পাইলট প্রোগ্রামটিকে সমর্থন করেছে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

তবে এই প্রকল্প এখনও স্থগিত হয়ে যেতে পারে। কারণ বিলটি পাস হতে হলে বিরোধিতা কাটিয়ে উঠতে হবে ও বাস্তবিত করার জন্য ‍ফেডারেল আইনের পরিবর্তন প্রয়োজন।

সুইজারল্যান্ড কোকেনের বিষয়ে তার অবস্থান পুনরায় পরীক্ষা করছে। কারণ অনেক বিশেষজ্ঞ কোকেনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞাকে অকার্যকর বলে সমালোচনা করেছেন। এরপরই কোকেন বৈধ করার প্রস্তাব উঠেছে।

সমালোচকদের মতে, বৈধ করা হলে বাজারের ওপর বৃহত্তর নিয়ন্ত্রণ ও নিরাপদ ব্যবহার বেড়ে যাবে। তারা আর অবৈধভাবে এসব কিনবে না।

প্রস্তাবটির কো-স্পন্সর বিকল্প বাম দলের বার্ন কাউন্সিলের সদস্য ইভা চেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে। আমাদের নতুন উপায়ে চলতে হবে। নিয়ন্ত্রণ ও বৈধকরণ দমনের চেয়ে ভালো কার্যকর হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখনও সম্ভাব্য বৈধকরণ থেকে অনেক দূরে আছি, কিন্তু আমাদের নতুন পদ্ধতির দিকে নজর দেওয়া উচিত। তাই আমরা বৈজ্ঞানিক তত্ত্বাবধানে পাইলট প্রকল্প ট্রায়ালের জন্য আহ্বান জানাচ্ছি।’

ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি কোকেন ব্যবহার করা হয় সুইজারল্যান্ডে। কোকেন ব্যবহারের শীর্ষ দশ ইউরোপীয় শহরের তালিকায় রয়েছে জুরিখ, বাসেল ও জেনেভা। গ্রুপ অ্যাডিকশন সুইজারল্যান্ডের মতে, গত পাঁচ বছরে কোকেনের দাম নাটকীয়ভাবে কমে যাওয়ায় এই শহরগুলোতে মাদকের ব্যবহার বেড়েই চলেছে৷

One thought on “কোকেনের বিনোদনমূলক ব্যবহারে বৈধতা দেবে সুইজারল্যান্ড

  • December 22, 2023 at 10:15 am
    Permalink

    I very delighted to find this internet site on bing, just what I was searching for as well saved to fav

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *