কোচ ইস্যুতে তামিমের সঙ্গে একমত সালাউদ্দিন

Share Now..

বর্তমানে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির। ধারণা করা হচ্ছে এরপর নতুন কোচ পেতে পারে টাইগাররা। দেশের মধ্যে থেকেই জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ দেওয়ার কথা বলছে অনেকে। বর্তমানে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার যোগ্যতা দেশের কারো নেই বলে মনে করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তামিমের এমন মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন দেশের অন্যতম সেরা কোচ সালাউদ্দিন। তিনি বলেন, ‘তামিম সঠিক কথা বলেছে। জাতীয় দলে যে ক্রিকেটাররা প্রথমবার আসে, তখন আমরা কি ভাবি সে প্রস্তুত হয়ে এসেছে? খেলোয়াড়দের সময় দেওয়া হয়। তাদের যদি ৫ বছর লাগে তৈরি হতে তাহলে তো কোচদেরও সময় দেওয়া উচিত।’ এর আগে ভারতের ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টার’কে দীর্ঘ সাক্ষাৎকার দেন তামিম। বর্তমানে দেশের সাবেক ক্রিকেটারদের কোচ বানানোর পথে হাঁটছে অনেক বোর্ডই। প্রতিবেশী ভারতে অনেক বছর ধরেই হেড কোচের পদ ভারতীয়দের দখলে। সম্প্রতি শ্রীলঙ্কাও ক্রিস সিলভারউডের জায়গায় দেশটির কিংবদন্তী সনাৎ জয়াসুরিয়াকে নিয়োগ দিয়েছে। বাংলাদেশেরও তেমন কিছু ভাবা উচিত কি না এমন প্রশ্ন করা হয়েছিল তামিমকে।  এর জবাবে তামিম বলেন, ‘আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।’

তামিম আরও বলেন, ‘বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০:৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচ পদে একজন বিদেশি ও তার সঙ্গে বড়জোর আরও দুজন বিদেশি কোচ থাকতে পারেন। সহকারী কোচ পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি নিয়োগ করা উচিত। তাতে স্থানীয় কোচদের গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে এবং একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *