কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Share Now..

\ কোটচাঁদপুর সংবাদদাতা \
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও দুর্যোগ প্রশমন বিষয়ক মহড় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবার) সকালে ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা শাখা কোটচাঁদপুরের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দিন বিশ্বাস, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আক্কাস আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। সে সময় দুর্যোগ, ভূমিকম্পের উপর মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *