কোটচাঁদপুরে আ.লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে স্থানীয় আ.লীগ।

শনিবার বিকালে উপজেলা আ.লীগের আয়োজনে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চলের নের্তৃত্বে বর্ণাঢ্য এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বাদ্য যন্ত্রসহকারে শোভাযাত্রায় স্থানীয় আ.লীগ ও এর অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা, কর্মী ও সমর্থক অংশ নেয়।

শোভাযাত্রাটি সনি আবাসিক হোটেলের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হোটেলটির সামনে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধাণ অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক শাহজাহান আলী. উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, পৌর আ.লীগের আহবায়ক অধ্যাপক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *