কোটচাঁদপুরে ইউপি নির্বাচনে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে গত ২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ১৯ প্রার্থীর।

উপজেলা নির্বাচন অফিসার ওয়াহেদ মুরাদ বলেন,নিয়মানুযায়ী মোট পোল হওয়া ভোটের ৮ ভাগের ১ ভাগ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীকে পেতে হবে। এর কম পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচনে ৫টি ইউনিয়ন থেকে ৩৫ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।’
জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন—১ নং
সাবদারপুর ইউপির হাতপাখা প্রতীকের মফিজুল ইসলাম ও মোটরসাইকেল প্রতীকের হিরণ খাঁ। ২নং দোড়া ইউপিতে মোট প্রার্থী ছিলেন ৮ জন। যার মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন। যার মধ্যে জাকির হোসেন মিঠু, আশরাফুল আলম, আবদুল লতিফ, নৌকার প্রার্থী কাবিল হোসেন ও ফারুক হোসেন। ৩ নং কুশনা ইউপিতে ৯ প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে আতিয়ার রহমান, আমিরুল ইসলাম, আসাদুল ইসলাম, রওশন আলী ও রবিউল ইসলাম।৪নং বলুহর ইউপিতে কম প্রার্থী জামানত হারিয়েছেন। এই ইউপিতে মোট প্রার্থী ছিলেন ৬ জন। যার মধ্যে ২ জন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন—আবু বক্কর ও রফিউদ্দিন মল্লিক। ৫ নং এলাঙ্গী ইউপিতে জামানত হারিয়েছেন ৫ প্রার্থী।
তাঁরা হলেন আবু তালেব, ইসরাফিল হোসেন, জামারুল ইসলাম, বদরুজ্জোহা লাবু ও মজনুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *