কোটচাঁদপুরে ইয়াবাসহ যুবক আটক

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ ৪৮ পিচ ইয়াবা সহ বিশু আলী (৪৫) কে আটক করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বলুহর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। জানা যায়, কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন ও সহউপরিদর্শক (এএসআই) মিজানুর রহমন সহ সঙ্গীয় পুলিশ সদস্য স্থানীয় বলুহর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে বিশু আলী নামের একজনকে আটক করেন। জব্দ করেন মটর সাইকেল,উদ্ধার করেন ৪৮ পিচ ইয়াবা।
তাঁর পরিবারের দাবি বিশু আলীকে ইমরান আর জালাল ষড়যন্ত্র করে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছেন।
তারা এ ষড়যন্ত্রের সুষ্ট বিচার দাবি করেছেন, প্রকৃত দোষিদের শাস্তিরও দাবি করেছেন।
বিশু কোটচাঁদপুর দুধসরা জোলপাড়ার মৃত হাকিম আলীর ছেলে।
বিষয়টি কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় এএসআই মিজানুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যও ছিলেন।

One thought on “কোটচাঁদপুরে ইয়াবাসহ যুবক আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *