কোটচাঁদপুরে ইয়াবাসহ আটক-২
Share Now..
কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে ১শ৫০পিচ ইয়াবাসহ দুই জনকে আটক করেছে উপজেলার গুড়পাড়া ফাঁড়ি পুলিশ।
বুধবার বিকালে গুড়পাড়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়। গুড়পাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদে জানতে পারি দুই জন ইয়াবা বিক্রির উদেশ্যে গুড়পাড়া বাজারে ঘোরাঘুরি করছেন। তাদের সন্দেহ জনক ঘোরাঘুরি দেখে তাদেরকে আটক করা হয়। পরে ওই দুই জনের বডিতে থাকা ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, আলমডাঙ্গার মাজু গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে সেন্টু শেখ (২৫),ও কুষ্টিয়ার আশাননগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
From noob to pro, every win counts Lucky Cola
Challenge accepted – let’s game like pros Lucky Cola