কোটচাঁদপুরে উৎসব মূখর পরিবেশে শেষ হলো ভূমি সেবা সপ্তাহ
॥ স্টাফ রিপোর্টার, কোটচাঁদপুর ॥
কোটচাঁদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল সোমবার শেষ হলো সপ্তাহ ব্যাপি ভূমি সেবা সপ্তাহ। ভূমি সেবা সপ্তাহে উৎসব মূখর পরিবেষে মানুষ তাদের ভূমি উন্নয়ন কর পরিশোধ করে। কোটচাাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়ন ভূমি অফিস ও ১টি পৌর ভূমি অফিস ছিলো সপ্তাহ ব্যাপি এক উৎসবের আমেজ। যে সমস্ত মানুষ নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে থাকেন উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে তাদের সম্মাননা দেয়া হয়। এরা হলেন পৌর ভূমি অফিসের অধিন ভূমি মালিক শহিদুল ইসলাম (বাবুমিয়া), সাবদারপুর ভূমি অফিসের অধিন ভূমি মালিক শেখ শাহিন, এলাঙ্গী ভূমি অফিসের অধিন ভূমি মালিক আঃ করিম, কুশনা ভূমি অফিসের অধিন ভূমি মালিক আঃ মান্নান, বলুহর ভূমি অফিসের অধিন ভূমি মালিক আঃ জলিল ও দোড়া ভূমি অফিসের অধিন ভূমি মালিক নূর জাহান। সহকারি কমিশনার নিরুপমা রায় নির্বাচিত এ সমস্ত ভূমি উন্নয়ন কর দাতাদের হাতে কেষ্ট তুলে দেন।এ সময় উপস্হিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারি কাম হিসাব রক্ষক মোঃ শাহাদত হোসেন,নাজির সুব্রত কুমার মন্ডল, পৌর ভূমি সহকারি কর্মকর্তা পংকজ কুমার রায়, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা নজরুল ইসলাম, জাকির হোসেন, হারুন অর রশিদ ও সেলিম রেজা, হায়দার। #