কোটচাঁদপুরে এক বাড়ি থেকে ৪০টি গাঁজার গাছ উদ্ধার
Share Now..
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের জাহিদুল ইসলাম ওরফে হাতকাটা (জাহিদ) পিতা মৃত রসুন বক্স এর বাড়ি থেকে ছোট বড় ৪০টি গাঁজার গাছ উদ্ধার করেছে থানা পুলিশ।
সাংবাদিক রমজান আলী’র মুঠোফোনে জনৈক এক ব্যক্তি সংবাদ দেন চুয়াডাঙ্গা জাহিদুলের নিজ বসত বাড়িতে গাঁজার চাষ করছে।
এমন খবর পাওয়া মাত্রই ঘটনা স্থলে গিয়ে দেখা যাই বাড়ির চারিপাশ ঘিরে গাঁজার চাষ।
পরে ঘটনাস্থল থেকেই কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীন কে জানালে, এস আই আব্দুর মান্নান এর নেতৃত্বে গাঁজা খাওয়ার সড়ঞ্জাম দুইটা বাঁশী কয়েক পুরিয়া গাঁজা ও গাঁজার গাছ উদ্ধার করেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন।
Test your strategy and claim your victory! Lucky Cola