কোটচাঁদপুরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Share Now..

ঝিনাইদহের কোটচাঁদপুরে আনিরুল ইসলাম (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় জনতা।মৃতব্যক্তি উপজেলার সিংঙ্গিয়া মাঠ পাড়ার ওসমান আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে তাঁর ময়না তদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠিয়েছেন কোটচাঁদপুর থানা পুলিশ।বলুহর ইউনিয়নের ইউপি সদস্য মইদুল ইসলাম জানান,আনিরুল ইসলাম বৃহস্পতিবার রাতে সকলের অগোচরে বাড়ির পাশের মনির হোসেনের আম বাগানের আম গাছের ডালের স‌হিত গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।এরপর পরিবারের লোকজন অনেক খোঁজা খুজির পর তাঁর লাশ আম গাছে ঝুলতে দেখেন। পরে তারা আনিরুলের মৃতদেহ উদ্ধার করেন।তিনি বলেন,ওই ছেলের সঙ্গে, কারোও তেমন কোন সমস্যা ছিল না। গেল এক বছর হল সে বিয়ে করেছেন। তবে কোন ছেলে মেয়ে নাই তাদের। পারিবারিক কারনে সে গলায় রশি দিয়েছেন বলে জানান তিনি।কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে গলায় রশি দিয়ে মারা গেছেন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

One thought on “কোটচাঁদপুরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *