কোটচাঁদপুরে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন
কোটচাঁদপুর সংবাদদাতা
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্ভাবিত প্রকল্পের ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩ টি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সাফদারপুর ইউনিয়নের চতুরপুর কমিউনিটি ক্লিনিক,বলুহর কমিউনিটি ক্লিনিক ও এলাঙ্গী ইউনিয়নের মঙ্গলপুর কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন মানুষের স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই উন্নয়নের ধরা অব্যাহত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার উছেন মে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, বলুহর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম প্রমুখ। সে সময় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।