কোটচাঁদপুরে কৃষি মেলা উদ্বোধন
কোটচাঁদপুর সংবাদদাতা
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চত্বরে
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মাসুম বিল্লাহ,র, সভাপতিত্বে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।
প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা বেগম উপজেলা চত্বরে তৈরী কৃষি মেলার প্রতিটি স্টল ঘুরে, ঘুরে দেখেন এবং সকলের সাথে কুশল বিনিময় করেন। কৃষকদের জনসচেতনতা মূলক মেলার আয়োজন এর মূল উদ্দেশ্য হচ্ছে সকল কৃষক দের কৃষির উপর সাড়া জাগাতে, কৃষি জমি যেন এক ইঞ্চি অনাবাদি না থাকে এর মূল লক্ষ্য এটা। কৃষি মেলার স্টল ঘুরে ও উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দশজন কে বাইসাইকেল ও দশ জন কে নগত অর্থ সহায়তা প্রদান করেন নিজ হাতে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মহসিন আলী বলুহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ, সাফদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গণ উপস্থিত ছিলেন।