কোটচাঁদপুরে জমি দখল ও পেঁয়ারা গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ

Share Now..

\ কোটচাঁদপুর সংবাদদাতা \
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ারের ছেলে আব্দুল্লাহ বাবুর জমি দখল ও পেঁয়ারা গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। রামচন্দ্রপুর মৌজার আরএস খতিয়ান ১২৪ এর দাগ নং ৯৭৪ ও ৯৭৫ এর ১৩ শতক ওয়ারিশ সুত্রে পাওয়া জমিতে চাষাবাদ করলে গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) ভোরে ১৩ শতক জমিতে প্রায় ১৫০ টি পেয়ারা গাছ কেটে দিয়েছে ও লাগানো পেয়াজের চারা নষ্ট করে দিয়েছে একই গ্রামের মৃত ভনু মোল্লার ছেলে হাসান মোল্লা ও বাশার মোল্লা, মৃত নুরুল ইসলাম মোল্লার বড় ছেলে আব্দুর রশিদ মোল্লা এবং এরশাদ মন্ডলের ছেলে আব্দুল কুদ্দুস।
ভোর ৬ টার সময় আব্দুস সাত্তারের ছেলে সাইফুল ইসলাম খেজুরের রস সংগ্রহ করতে গেলে পেয়ারার চারাগাছ ও পেয়াজের ভাতি চারা উপড়ে ফেলা নিজ চোখে দেখে। বাঁধা দিতে গেলে আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মোল্লা সে তার সন্ত্রাসী বাহিনীর প্রভাব খাটিয়ে মেরে পুতে ফেলার হুমকি দেয়।
এব্যাপারে হাসান মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি পেয়ারা গাছের চারা ও পেয়াজের চারা উপড়ে ফেলার সত্যতা স্বীকার করেছেন, তিনিও পাল্টা অভিযোগ করেছেন বলে জানান। তিনি আরও বলেন তার পিতা মৃত ভনু মোল্লা জমিটি আব্দুল কুদ্দুস এর নিকট থেকে ক্রয় করেছিলেন।
এব্যাপারে আব্দুল্লাহ বাবু বলেন ওয়ারিশ সুত্রে জমির মালিক আমি কিন্তু প্রভাব খাটিয়ে হাসান মোল্লা দখল করে আবাদ করে। গত কয়েকদিন আগে উভয় পক্ষ আমীন নিয়ে এলে তারা কাগজপত্র দেখে আমার জমিটি বুঝিয়ে দিয়ে যায়।
অভিযোগ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *