কোটচাঁদপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২১ পালিত
কোটচাঁদপুর প্রতিনিধি
“কন্যা শিশুর অগ্রযাত্রা-দেশের জন্য নতুন মাত্রা” এই স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি।
উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বজুড়ে নারী ও কন্যা শিশুদের প্রতি অব্যাহত সহিংসতা ও নৃশংসতায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে কন্যাশিশুদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রতিটি কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব কন্যা শিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।