কোটচাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার অসিত বরণ পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
Get ready to conquer the virtual battlefield Lucky Cola