কোটচাঁদপুরে জোনাব আলী মাস্টার হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Share Now..

\ কোটচাঁদপুর সংবাদদাতা \
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জোনাব আলী হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবার) বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারিয়া এই রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আওয়ামী লীগ কর্মী জোনাব আলী আনুমানিক সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে নিহত হন। এসময় বাজারের মানুষ তাদেরকে ধাওয়া করলে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় এবং তারা যশোর হ-১৩-৪৬৯০ নম্বরের একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের বড় ছেলে সাবেক কুশান ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় ১৪ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এস আই আসিক ও এস আই আনিস এর দীর্ঘ তদন্তের পর ১৪ জনের নামে চার্জশিট দাখিল করে আদালতে প্রেরণ করেন। যার মামলা নম্বর এসসি-৭৩৯/১৮। দীর্ঘ প্রায় ১০ বছর শুনানির শেষে গত মঙ্গলবার এই মামলায় ১৪ আসামীর মধ্যে গুড়পাড়া গ্রামের মৃত জুনাব মন্ডলের ছেলে মোঃ মনির উদ্দীন ও কুশনা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে মোঃ তরিকুল ইসলাম দুইজনকে যাবজ্জীবন কারাদÐ। অন্য ১২ জন আসামীকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন। তবে এ রায়ে সন্তুষ্ট নয় সাবেক ইউপি সদস্য মামলার বাদি আব্দুল হান্নান। তিনি বলেন প্রকৃত দোষিদের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আমি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো ন্যায় বিচার পাওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *