কোটচাঁদপুরে টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

Share Now..

কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন। এ সময় আরও ২ জন আহত হন।
নিহতরা হলেন তালমিলপাড়ার ফিরোজ আহমেদের ছেলে জীবন (২২) ও এলাঙ্গী গ্রামের বাবু তালেবের ছেলে আক্তার হোসেন (১৯)।
আহতরা হলেন পৌরসভার সলেমানপুর পুকুরপাড়ার দাউদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৫) ও পৌরসভার নজির মালিতার ছেলে সাব্বির হোসেন (২০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে কোটচাঁদপুরে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে চৌগাছা বাসস্ট্যান্ডে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। পথে আক্তার হোসেন মারা যান।
এ বিষয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন বলেন, সংঘর্ষের ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা যান। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ওসি মো. মঈন উদ্দিন বলেন, কোটচাঁদপুর পৌরসভার টোল আদায়কে কেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমন আহম্মেদ ডন নামের একজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *