কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু
কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলষ্টেশনে ট্রেনে কাটা পড়ে গনেশ চন্দ্র (৬০) নামে একজন মানষিক রুগি মারা গেছেন।
মঙ্গলবার (২২শে জুন) দুপুর ১২ দিকে যশোর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রকেট মেইল ট্রেনটি কোটচাঁদপুর রেলষ্টেশনে ঢোকার সময় এ ঘটনা ঘটে। নিহত গনেশ চন্দ্র পৌর ৭নং ওয়ার্ডের মৃত নিতাই চন্দ্র এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে তার দেহ দ্বিখন্ডিত হয়ে মৃত্যু ঘটে।এসময় নিহত পরিবারের কাছ থেকে জানা যায়, নিহত গনেশ চন্দ্র বেশ কিছুদিন মানষিক ভারসাম্যহীনতায় অসুস্থ ছিলেন।
এসময় মডেল থানার কর্তব্যরত অফিসার এসআই তৌফিক আনাম সঙ্গীয় ফোর্স সহ দূর্ঘটনার জায়গাটি পরিদর্শন করেন। তিনি জানান, এটি ট্রেন দূর্ঘটনা,যার কারনে এটা রেলওয়ে পুলিশ তদন্ত করবে এবং তারা লাশটি হস্তান্তর করবে।তারা না আসা পর্যন্ত লাশটি দেখার দ্বায়িত্ব আমাদের।
এবিষয়ে রেলস্টেশনের কর্তব্যরত মাষ্টার নুরুল হক জানান, দূর্ঘটনার সাথে সাথেই খুলনা ও যশোর জিআরপি পুলিশ ফাঁড়িতে ম্যাসেস পাঠিয়েছি।তারা দ্রুতই চলে আসবেন।
Ready for a thrill Join the game and win big Lucky Cola