কোটচাঁদপুরে দরিদ্র মহিলাদের জন্য পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের শুভ উদ্বোধন
কোটচাঁদপুর সংবাদদাতা
‘উন্মুক্ত পল্লী উম্মুক্ত দেশ’ ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় ঝিনাইদহের কোটচাঁদপুরে শুক্রবার সকালে ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ১০০ (একশ) জন সদস্যের সচেতনামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি,
উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা আঃলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান বাবলু, লুৎফর রহমান, ফারজেল হোসেন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, উন্নয়নের কারিগর মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশব্যাপী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা আয়োজনের সংস্থান রয়েছে। তারই ধারাবাহিকতায় উক্ত প্রকল্প অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহণের জন্য প্রকল্পভুক্ত মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের শত-শত শিক্ষার্থীদের নিয়ে সপ্তাহব্যাপী খণ্ড-খণ্ড কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসকল অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের স্যানেটারী ন্যাপকিন, খাতা, কলম, স্কেল ও ফাইল বিতরণ করা হয়।