কোটচাঁদপুরে নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন-এমপি চঞ্চল
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল বলেছেন, আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়। শিক্ষার্থীরা স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষার পরিবেশ পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন।
এমনকি আ’লীগ সরকার ক্ষমতায় আসলে শীতার্ত অসহায় মানুষ কম্বল পায়। রবিবার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর মুনছুর আলী একাডেমীর নতুন ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবস্থা করেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
সাফদারপুর মুনছুর আলী একাডিমির প্রধান শিক্ষক আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাফদারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যার নওশের আলী নাসির, পৌর আ’লীগের আহ্বাযক ফারজেল হোসেন মন্ডল।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে নির্মিত একাডেমীর নতুন ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এসময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সহ শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।
Atualmente, o software de controle remoto é usado principalmente na área de escritório, com funções básicas como transferência remota de arquivos e modificação de documentos. https://www.mycellspy.com/br/tutorials/how-remotely-control-another-android-phone-from-my-phone/
https://mydw.ru/
Всем привет! Подскажите, где почитатьразные статьи о недвижимости? Пока нашел https://kovry159.ru