কোটচাঁদপুরে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে জখম

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিন্দীয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সলেমান (৪০)নামে একজন কে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সলেমান হরিণদীয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

গত বুধবার (১লা সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে হরিণদীয়া গ্রামে এঘটনা ঘটে। ঘটনাসূত্রে আহত সলেমান এর পিতা আব্দুস সালামের এর সাথে কথা বললে, তিনি জানান গত ১লা সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে ঘাস কাটার উদ্দ্যেশে আমার দুই ছেলে সলেমান ও তোতা গ্রামের মুচিপাড়ার মাঠের দিকে রওনা দিয়ে মবুর বাড়ির নিকটে পৌঁছানো মাত্রই উৎপেতে থাকা পূর্বশত্রুতার জেরে একই গ্রামের প্রতিবেশী রাইদুল (৩৭),আমিরুল (৪০) ও দুখে নামে আসামীদের সামনে পৌঁছালে তারা দলবদ্ধ হয়ে অন্যায়ভাবে আমার ছেলেদের কে আটকিয়ে অশ্লীল অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এবং হত্যার উদ্দেশ্যে আসামি আমিরুল ও দুখে তাদের হাতে থাকা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আমার ছেলে তোতার উপর আক্রমণ করে রক্তাক্ত জখম করে। এসময় আমার ওপর ছেলে সলেমান ঠেকানোর জন্য এগিয়ে আসলে হত্যার উদ্দ্যেশে আসামী রাইদুলের হাতে থাকা রামদা দিয়ে সলেমানের ঘাড়ে ও বাম হাতে এলোপাতাড়ি কোপ মারে।

এমনবস্তায় সলেমানের ঘাড়ে একটি কোপ ও বাম হাতে তিনটি কোপ লেগে মারাত্মক আহত হয়। এসময় আমার ছেলেদের আর্তচিৎকারে প্রতিবেশি রিয়াদ ও জাহিদুল ছুটে এসে তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তিনি আরও জানান,বর্তমানে আমার পরিবার খুবই আতংকে আছে। আসামিরা নানাভাবে আমার পরিবারের সদস্যদের উপর হুমকিধামকি প্রদান করছে। যার কারনে আমি বাদি হয়ে কোটচাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

এবিষয়ে তালসার ফাড়িঁর আই সি মাছুদ রানার কাছে জানতে চাইলে তিনি বলেন,তিনজন আসামী করে মডেল থানায় মামলা হয়েছে, আসামিরা মহামান্য আদালত থেকে জামিন হয়ে এসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *