কোটচাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হবিবুর রহমান বিশ্বাস (৬৫) আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আলামিন হোসেন(৬)। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রকিব উদ্দিন বলেন,উপজেলার – ঘাঘা সড়কের ব্রীজের সামনে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে মেরে দেন মটর সাইকেল আরোহী হবিবুর রহমান বিশ্বাস। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে। মৃত হবিবুর রহমান মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের মৃত রজব আলী বিশ্বাস ছেলে ।
অন্যদিকে একই সময় আলমসাধু চাপায় গুরুতর আহত হয়েছেন আলামিন হোসেন (৬)। সে কোটচাঁদপুর উপজেলা এলাঙ্গী গ্রামের মৃত ফিরোজ হোসেনের ছেলে। শিক্ষক শরাফৎ হোসেন বলেন,আলামিন রাস্তার পাশের দোকানে সামনে খেলছিল। এ সময় দ্রুতগামী আলমসাধু তাকে চাপা দেয়। এতে করে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্রান্ত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শারমিন আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় দুইটা মৃত্যুর খবর পেয়েছি। এরমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন। পুলিশ খোঁজ নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন। অন্যদিকে ৯৯৯ থেকে এলাঙ্গী গ্রামে আলমসাধু চাপায় এক শিশু মৃত্যুর খবর জানান। তবে পরে খবর পেয়েছি বাচ্চাটি মারা যায়নি। ডাক্তার তাকে যশোরে পাঠিয়েছেন।

One thought on “কোটচাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *