কোটচাঁদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Share Now..

কোটচাঁদপুর সংবাদদাতা

“বাল্যবিবাহকে না বলি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী মফেজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, আত্মহত্যা প্রতিরোধের বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ময়েজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আব্বাস আরাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেচ্ছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রেখেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিলা বেগম।

প্রধান অতিথি বলেন,
বাল্যবিবাহ, ই একটি সামাজিক ব্যাধি। নারীর অগ্রযাত্রায় বাল্যবিবাহ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধি প্রতিরোধের লক্ষ্যে সরকার বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ প্রণয়ন করেছে। উল্লেখপূর্বক প্রশাসনের পাশাপাশি সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষকা, শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *