কোটচাঁদপুরে বিশ্ব মা দিবস পালিত
কোটচাঁদপুর সংবাদদাতা
“শেখ হাসিনার বারতা” নারী পুরুষ সমতা ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মমতাময়ি মা দের পা ধোয়ানোর মধ্যে দিয়ে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায় এর সভাপতিত্বে। ও মহিলা বিষয়ক কর্মকর্তা শীলা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুনেছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, কৃষি অফিসার মহাসিন আলী, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব, নিপুলিয়ান এর উক্তিটি তুলে ধরেন । এবং বলেন মা শব্দটি অনেক উচ্চাঙ্গে যেটাকে অন্য ভাষা দিয়ে তুলনা করা যায় না । তাই আমি আজকের এই মা দিবসে অনুরোধ করবো প্রতিটি সন্তান যেনো মা এর প্রতি যত্নশীল হই এই প্রত্যাশা রইল।