কোটচাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণে সেমিনার অনুষ্ঠিত
কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুনেছা মিকি। উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জগনাথ চন্দ্র, প্রেসক্লাব কোটচাঁদপুর এর সভাপতি শেখ নজরুল ইসলাম, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ বাশার, মাছ বাজার সমিতির সভাপতি শেখ আমিরুল ইসলাম প্রমুখ। সে সময় উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী, সমাজকর্মী, এনজিওকর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।