কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড

Share Now..

কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক সেবনকারীকে আটক করেছে কোটচাঁদপুর পৌর ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান লিটন।

পুলিশ সূত্র হতে জানা যায়, পৌর ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান লিটন ও এ এসআই আব্দুস সাত্তার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে (২০শে- জুলাই) বুধবার রাত্রে পৌর এলাকার আখ সেন্টার ও সনি আবাসিক এলাকার একটি চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে আনসার উদ্দীন এর ছেলে, নাহিদ হাসান ওরফে নাসির (২২)কে ৫ পিচ ইয়াবা ও খাওয়ার সরঞ্জাম সহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন কারিকে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের (৫) ধারা মতে সর্বনিম্ন এক মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা, অনাদায়ে আর ও সাত দিনের কারাদণ্ড প্রদান করা হবে বলে জেল হাজতে প্রেরণ করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও পৌর ফাঁড়ির একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *