কোটচাঁদপুরে মরহুম নাসির উদ্দিন কালু মিয়া’র ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

Share Now..

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মরহুম নাসির উদ্দিন কালু মিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(২৬ফেব্রুয়ারি) শনিবার বিকালে উপজেলা আ’লীগের আয়োজনে প্রয়াত এই চেয়ারম্যানের নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় কালু মিয়ার সহ ধর্মীনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভপতি শরিফুন্নেছা মিকির সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র সহিদুজ্জান সেলিম। পৌর প্যানেল মেয়র জাহিদ হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, পৌর আ’লীগের যুগ্ন-আহ্বায়ক গোলাম সরোয়ার, আ’লীগ নেতা কামাল হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, যুবলীগ নেতা মীর কাশেম আলী, পৌর আ’লীগ নেতা কাজী আলম, মীর মনিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কায়দার রহমান, রবিউল ইসলাম, আকিমুল ইসলাম প্রমূখ।
বক্তারা এসময় প্রয়াত চেয়ারম্যানের স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে হাফেজ মো. শাহাজান আলীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *