কোটচাঁদপুরে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Share Now..

\ কোটচাঁদপুর সংবাদদাতা \
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাংবাদিক শামিম রেজার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের এড়ান্দহ গ্রামের পূর্ব পাড়ায় শত শত নারী পুরুষের অংশ গ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মুহিদুল ইসলাম, জাবেদ আলী, সাইদুর রহমান সহ অনেকে। তারা জানান, গত ৬ আগষ্ট সন্ধ্যায় কুশনা মামা ভাগ্নের বাওড়ের মাছ ধরা জাল চুরির মিথ্যা অপবাদ দিয়ে শুকুর আলীর ছেলে চাঁন মিয়া ও সামছুলের ছেলে সাইদুরকে রবজেল হোসেনের ছেলে সাজ্জাদ, মান্নানের ছেলে জুবায়ের, হাসেমের ছেলে সুজন ওদের বাড়ির সামনে রাস্তায় ধরে মারধর করে নবিছদ্দিন জোয়ার্দারের ছেলে বকুলের নেতৃত্বে। বকুল তার মামা বীরশ্রেষ্ট হামিদুর রহমানের ভাগ্নে পরিচয়ে এলাকায় বিভিন্ন অনিয়ম দূর্নীতি দাঙ্গা হাঙ্গামায় যেন নিত্যদিনের কাজ এই বকুলের। মামা বীর শ্রেষ্ট হওয়ার কারণে ক্ষমতার দাপট দেখিয়ে সুজনকে দিয়ে একই গ্রামের সাইদুল ইসলাম এর উপর নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় ছোল দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে সাইদুলকে তার পরিবারের লোকজন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শুধু রক্তাক্ত জখম করেই ক্ষ্যান্ত হননি বকুল। নিজেরা মামলা থেকে রক্ষা পেতে কৌশলে তারই মা আছিয়া খাতুনকে দিয়ে ঝিনাইদহ জেলা আদালতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেছে। সেই মামলায় আসামি করা হয়েছে ভোরের চেতনা প্রতিনিধি শামিম রেজাকে। মারামারির সময় শামীম ঘটনাস্থলে ছিলেন না। সে পার্শ্ববর্তী সমাজকল্যাণ বাজারে ছিলেন। ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *