কোটচাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু
কোটচাঁদপুর প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চুলকানি বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহেশপুর উপজেলার মালাধারপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে শাহপরান ( ১৮) ও একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে আল মাহমুদ (১৭)। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।
নিহত শাহ পরানের মামা জসীম উদ্দিন জানান- সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে শাহ পরান ও আল মাহমুদ ঝিনাইদহে আত্মীয় বাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে চুলকানি বাজারের অদূরে পৌঁছলেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে শাহ পরাণ নিহত হয়। এ ঘটনায় আশঙ্কাজনক আল মাহমুদকে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে আল মাহমুদ মারা যান।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, ঘটনাটি শোনার পর তিনি হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।
Ready for action? Dive into the hottest online game Lucky Cola